www.muktobak.com

সংবাদকর্মী নেবে বাংলানিউজ


 মুক্তবাক রিপোর্ট    ১২ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৯:২৯    কর্মের সন্ধান


অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে কয়েকজন সিনিয়র নিউজরুম এডিটর, নিউজরুম এডিটর ও ক্রাইম রিপোর্টার নেওয়া হবে। 

যোগ্যতা
ক. নিউজরুমে কাজের ক্ষেত্রে:

# দ্রুত গতির টাইপিং
# নির্ভুল বাংলা লেখা,
# ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ও
# সম্পাদনায় দক্ষ হতে হবে।

খ. রিপোর্টিংয়ের ক্ষেত্রে:
# যে কোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে সংবাদ সংগ্রহে পারদর্শী হতে হবে।
# স্মার্টফোনে লেখার অভিজ্ঞতা।
# বাংলা-ইংরেজি উভয় ভাষায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে।

গ. প্রযুক্তি জ্ঞান ও অনলাইনে কাজ করার অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা বলে বিবেচিত হবে।

প্রাথমিকভাবে নির্বাচিতদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ আবেদনকারীর অযোগ্যতা বলে গণ্য হবে।

আবেদন পাঠাতে হবে -

আবেদন পাঠাতে হবে ahr@banglanews24.com এই মেইলে। আবেদনপত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ১৩ মার্চ, ২০২০।




 আরও খবর