www.muktobak.com

দীপ্ত টিভিতে নিয়োগ


 মুক্তবাক রিপোর্ট    ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ২:৫২    কর্মের সন্ধান


 কাজী ফার্মসের টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে কয়েকটি পদে লোক নেবে। পদ ও যোগ্যতা নিম্নরুপ :

পদ: ব্রডকাস্ট জার্নালিস্ট/সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট (বিজনেস এন্ড ইকোনোমিক্স)
যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। সংবাদ উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে।
পদ সংখ্যা : উল্লেখ নাই।
অভিজ্ঞতা : ৩-৮ বছর

পদ: ব্রডকাস্ট জার্নালিস্ট/সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট (ইন্টারন্যাশনাল ডেস্ক)
যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। সংবাদ উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে।
পদ সংখ্যা : উল্লেখ নাই।
অভিজ্ঞতা : ৩-৮ বছর

পদ: ব্রডকাস্ট জার্নালিস্ট/সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট (রিপোর্টার কাম প্রেজেন্টার)
যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। সংবাদ উপস্থাপনের যোগ্যতা থাকতে হবে।
পদ সংখ্যা : উল্লেখ নাই।

স্যালারি : কোম্পানির পলিসি অনুযায়ী

আবেদনের শেষ তারিখ : ৪ এপ্রিল 

পাঠাতে হবে : jobs@deepto.tv এই ঠিকানায়। এ বিষয়ে সার্কুলার দেখুন বিডি জবসে। 

 

 
 আরও খবর