www.muktobak.com

কর্মীদের বেতন কমালো মানবজমিন


 মুক্তবাক রিপোর্ট:    ১৪ জুন ২০২০, রবিবার, ১২:৫৬    খবর


করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে সকল কর্মীর বেতন ২০ ভাগ কমিয়ে দিয়েছে দেশের একমাত্র ট্যাবলয়েড দৈনিক মানবজমিন। ১ জুন পত্রিকাটির প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এ সংক্রান্ত ঘোষণা পত্রিকাটির সংবাদ কর্মীদের জানিয়ে দেন। জুনের ১ তারিখে জানানো হলেও এটি কার্যকর করা হয়েছে মে মাস হতে।

তিনি বলেন, ইতিহাসের এক কঠিন সময় আমরা পার করছি। সংবাদপত্র বিক্রি বন্ধ। বিজ্ঞাপন নেই। আয় রোজগার শূন্যের কোঠায়। পত্রিকা বাঁচাতে হলে এই মুহূর্তে কৃচ্ছতা সাধন ছাড়া কোন বিকল্প নেই। আমাদের সামনে দুটো বিকল্প আছে। এক- গণছাঁটাই । দুই- বেতন কম নেয়া। বিশ্বব্যাপী এ দুটোই স্বীকৃত পথ। প্রথম পথ আমরা বেছে নিতে চাইনা। দ্বিতীয় বিকল্প নিয়েই আমরা ভাবছি। সেটা যাতে সহনীয় পর্যায়ে থাকে সে চেষ্টাও করছি।

 আগে থেকেই মানবজমিন অষ্টম ওয়েজবোর্ড আংশিক অনুসরন করত। অল্প কিছু সংবাদ কর্মীকে অষ্টম ওয়েজবোর্ড অনুসারে বেতন দেয়া হলেও বেশীরভাগের বেতন তার চেয়ে অনেক কম। এ অবস্থায় ২০ শতাংশ বেতন কমিয়ে দেয়ায় হতাশ প্রতিষ্ঠানটির কর্মীরা। বিশেষ করে যাদের বেতন ১০/১২ হাজার, তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। কারণ, এই অল্প টাকায় বাসা ভাড়া,  খাওয়া ও যাতায়াতসহ সবকিছুই করতে হয়।

 বেতন কমানোর পাশাপাশি কয়েকজনকে ছাঁটাইও করা হয়েছে। তবে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ভাষায় তারা অতিরিক্ত এবং অনিচ্ছুক কর্মী।  কর্মীদের উদ্দেশ্যে দেয়া বার্তায় তিনি বলেন, এই পর্যায়ে কিছু স্টাফ অতিরিক্ত। ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিতে হয়েছে। অবস্থার পরিবর্তন হলে আমরা কারো কারো ডাকতেও পারি। কিন্তু এই মুহূর্তে দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার নেই।

 




 আরও খবর